অভিজিৎ পাল


রসকলি

প্রথম পদে মেপে নিই নিজেকে
পরমপদ হে!
যাবতীয় রীতিনীতি ও ঘোষণা
মুখ লুকিয়ে হাসে
গোপনে একা একা...
রাগচন্দনে মাখা জলের রসকলি
কপালে আঁকি
দাগ শুকিয়ে যায় অনায়াসে
তুমি শুকনো রেখাটুকু ভালোবেসো
প্রভু আমার!




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.