অভিজিৎ পাল


রসকলি

প্রথম পদে মেপে নিই নিজেকে
পরমপদ হে!
যাবতীয় রীতিনীতি ও ঘোষণা
মুখ লুকিয়ে হাসে
গোপনে একা একা...
রাগচন্দনে মাখা জলের রসকলি
কপালে আঁকি
দাগ শুকিয়ে যায় অনায়াসে
তুমি শুকনো রেখাটুকু ভালোবেসো
প্রভু আমার!




একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন