Header Ads

Breaking News
recent

অভিষেক মিত্র


স্ফুলিঙ্গ

তুমি তুমিই থাকবে।
পবিত্রতার কোন নাম হয় না।
মৃত্যুর ফুল জন্ম নেবে শান্ত চোখে,
আমরা সময়ের সাথে সবাই, মুহূর্তেই ছাই।
আমরা আসলে কিছুই না, ভীষণ রেগে
লুকিয়ে পড়ি পকেটে, এক টাকার কয়েনের মত।
তুমি এখন স্ফুলিঙ্গ, দাবানল হয়ে ফেটে পড়ার অপেক্ষায়;

আমিএখনআধ-পোড়ামোমবাতি,
বাকিঅর্ধেক ছাই হয়ে গেছে কবেই।

সুইসাইড নোট

লালচে সুতো জড়িয়ে আছে
আমার কবজির গায়ে,
যখন তখন একটা টানেই শেষ,
কি উন্মাদনা,
মনটা কেমন অলীক শান্তি পায়।
মুক্ত দু’হাত, মুক্ত আঙুল,
হাতের মুঠোয় ডানা,
অনেক কষ্টে দিগন্ত সামলাই,
এক মুহূর্তে বদলে যাই আমি,
নিজেই নিজের স্বপ্নে দেখা পাই। 


Blogger দ্বারা পরিচালিত.