কাকলি গুহ রক্ষিত



সেলফিতে 
বাহারে প্রজাপতি 

বিভিন্ন বর্ণের
বাহারে প্রজাপতিদের অনর্গল কথায়
আমি ডুবে থাকি।
ডুবে থাকি সাপ লুডো খেলায়।
পরাগ রেণু মাখা মৌমাছি'রা মধু  খায়
ফুল ফোটে ,
নষ্ট মৌমাছি 'দের অতিরিক্ত লিপ্সায়
কত কুঁড়ি অকালে ঝরে যায়।
চেয়ে চেয়ে দেখি...
অকাল বোধনের সুর শুনি
মোবাইলে তুলে রাখি
প্রজাপতিদের সাথে 'সেলফিস জায়েন্টের'
লুকোচুরি খেলার ছবি ...

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন