মুক্তি
এই মেয়ে তোর চোখের নীচে কালি
রান্নাঘরের গোপন অলিগলি,
পৌঁছে দেবে ইস্কাপনের ছাদে ;
স্টেজের ওপর, মানুষ বড় কাঁদে।
সেখান থেকে হুস, ফেরারির পাশে,
মদ খেয়েছি চোখ জুড়িয়ে আসে।
সূর্যজ্বলা চড়ুইভাতি রাতে
কস্তুরী তার গন্ধে নিজেই মাতে।
ফিল্মি হিরো শূন্যে ওড়ায় গাড়ি
ডিভাইডারে, আজ থেকে চল আড়ি :
সেই যদি চাই হাতের পাশে হাত,
সেই পুরানো প্রেমিক ধারাপাত।
বৃষ্টিবাদল ঠোঁট ছুঁয়েছে যেই
হতচ্ছাড়ি, মরন তো আসবেই।
তার চেয়ে ভালো হেঁশেল, কালো ধোঁয়া ;
রাইকিশোরী ভাত বেড়েছে,
সেই কি পরম পাওয়া?
চিরন্তন বন্দ্যোপাধ্যায়
0
ডিসেম্বর ৩১, ২০১৮
Tags
সুচিন্তিত মতামত দিন