অরূপ কুমার পাল

অরূপ কুমার পাল
-বোধ

সুখ ভিত্তিহীন

অসংখ্য দেবদারু দাঁড়িয়ে
কথা দিয়ে মুখ ফিরিয়েছে
পড়ন্ত বিকেল
শেষবার শব্দ কেড়ে মৃত্যু লিখছে
ছেলেবেলা

আগের মতো গুটিয়ে নিয়ে জ্যামিতি বক্স
স্টিলের থালায়
গরম নারকেল মোয়া.. মিস্টির ঠোঁট
ঐ যে ছুঁয়েছিল সুখ
তারপর হাত-পা বেড়েছে কেবল

জীবন নাইতে নেমে আর ওঠেনা
পিছলে গিয়ে বার বার জল মাখে চোখে

ঐ যে বললাম সুখ ভিত্তিহীন..

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন