শুক্লা মালাকার



স্বপ্ন আর স্মৃতির 
মায়াময় পরিসর


রূপকথা পেরিয়ে স্বপ্নপথ
বাঁক নিয়ে ফেলে বহুবার
মাথার ওপর বট
আড়াল করে গনগনে রোদ
আলোছায়া পথে ধুলো মাখতে মাখতে
স্বপ্নের কাছে ভিক্ষার আঁচল পাতা।


মায়াকাজল চোখে পড়ে স্বপ্ন দাঁড়ায় কাছে
খোঁজার আনন্দে মশগুল থাকে আস্ত সময়
খালি চোখে দেখা যায় না এমন সব রহস্য
দূর থেকে ভেসে আসা উড়াল
কত জন্ম পেরোয় মায়াঘোর,
জীবনের অলিতে গলিতে শুধুই হায়ারোগ্লিফিক লিপি।


চোখের সামনে ফুড়ুৎ ফুড়ুৎ ঘোরে ফেরে
স্বপ্ন-প্রজাপতিটাকে অনেকেই ধরতে পারে না
অথচ কত সহজে ধরে ফেলে বিষাদ
খাদের ধারের ধোঁয়া ওঠা অন্ধকার,
গ্যাসের উনুনে পুড়িয়ে ফেলে কাব্য
চপিং ট্রেতে কুঁচি কুঁচি করে কাটে স্তূপীকৃত গল্পের ভান্ডার।


শহরের ভেতর যেমন গ্রাম থাকে
সময়ের খাঁজে স্বপ্ন
ভেলায় চেপে তারা পেরিয়ে যায় নদী
পথে ফেলে আসে হলুদ ভ্রমণকাহিনী
চূড়ান্ত পাকদন্ডী, লেপ্টে থাকা ভুল
ভালোবাসার কাঁটায় বোনা ফ্যাঁকাসে পশমী পোশাক
স্মৃতির পর্দায় সাদা কালো রীল
চুপ করে বসে থাকা অপেক্ষারা ডুবে যায়।


স্বপ্ন আর স্মৃতির মায়াময় পরিসরে
দোল খায় জীবন।




একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন