চুঁচুড়া লিট্ল ম্যাগজিন মেলার বাদ্যি বেজে গেছে। এবারে চতুর্থ বর্ষে ।
👉 আগামী ৫-৬ জানুয়ারি শনি ও রবিবার ২০১৯ চুঁচুড়ার ঘড়ির মোড় সংলগ্ন বক্সিং গ্রাউন্ড এ আমরা মিলিত হব।
👉মেলা চলবে দুপুর ২ টো থেকে রাত ৮ টা।
👉নাম নথিভুক্ত করার জন্য 9339649976 হোয়াটস অ্যাপ/ফোন/sms/ করুন।আমরা টেবিল নং জানিয়ে দেব।
👉 অংশগ্রহণ এর জন্য ৫০ টাকা লাগবে।
👉 নাম নথিভুক্ত করার শেষ দিন ২০ ডিসেম্বর ২০১৮ রাত ৮ টা।নাম নথিভুক্ত করার পর যদি কেউ অংশগ্রহণ করতে না চান তারা অবশ্যই ২২ ডিসেম্বর এর মধ্যে জানিয়ে দেবেন।
👉অংশগ্রহণকারী প্রতিটি পত্রিকাকে ১ টি টেবিল ও ২ টি চেয়ার দেওয়া হবে।
👉আমাদের কোনো থাকা ও খাবার ব্যবস্থা নেই।
👉রাতে বই আমাদের দায়িত্বে থাকবে।
👉বন্ধুত্বপূর্ণ ও খোলা মেলায় আপনাকে স্বাগত।
👉দরকারে কথা -9339649976/7059079771
ঋণ
👉 আগামী ৫-৬ জানুয়ারি শনি ও রবিবার ২০১৯ চুঁচুড়ার ঘড়ির মোড় সংলগ্ন বক্সিং গ্রাউন্ড এ আমরা মিলিত হব।
👉মেলা চলবে দুপুর ২ টো থেকে রাত ৮ টা।
👉নাম নথিভুক্ত করার জন্য 9339649976 হোয়াটস অ্যাপ/ফোন/sms/ করুন।আমরা টেবিল নং জানিয়ে দেব।
👉 অংশগ্রহণ এর জন্য ৫০ টাকা লাগবে।
👉 নাম নথিভুক্ত করার শেষ দিন ২০ ডিসেম্বর ২০১৮ রাত ৮ টা।নাম নথিভুক্ত করার পর যদি কেউ অংশগ্রহণ করতে না চান তারা অবশ্যই ২২ ডিসেম্বর এর মধ্যে জানিয়ে দেবেন।
👉অংশগ্রহণকারী প্রতিটি পত্রিকাকে ১ টি টেবিল ও ২ টি চেয়ার দেওয়া হবে।
👉আমাদের কোনো থাকা ও খাবার ব্যবস্থা নেই।
👉রাতে বই আমাদের দায়িত্বে থাকবে।
👉বন্ধুত্বপূর্ণ ও খোলা মেলায় আপনাকে স্বাগত।
👉দরকারে কথা -9339649976/7059079771
ঋণ
সুচিন্তিত মতামত দিন