শিশু দিবস উপলক্ষে ১২ই নভেম্বর রূপশালী' র কিশোর গল্প ও কবিতা পাঠ অনুষ্ঠান।

শিশু দিবস উপলক্ষে ১২ই নভেম্বর রূপশালী' র কিশোর গল্প ও কবিতা পাঠ অনুষ্ঠান। শিশুরা সকলের স্নেহ-ভালবাসা ও আদরের প্রাণসম্পদ। শিশুরা পরিবেশ ভাল রাখে ও প্রাণবন্ত করে।শিশুরা শিক্ষা, জ্ঞান , চেতনা ও সংস্কৃতিতে বিকশিত হোক। আমন্ত্রণ রইল আসবেন ১২ নভেম্বর ২০১৮ ,বিকেল ৫:৩০ মি: শরৎ বাসভবন,২৪ অশ্বিনী দত্ত লেন,কলকাতা-২৯।।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.