আলেয়া ছেড়ে
আলোর খোঁজ
আমার শহরে রাত নামে ;
নিয়নের আলো চুঁয়ে আলেয়া স্বপ্নেরা
পরী হয়ে যায়…
ছুঁতে চাওয়া হাতছানি ঘরে ফেরে দীর্ঘশ্বাস জড়িয়ে
জানলায় ঘুমঘুম অন্ধকারে পেরেক ঠোকে
ঝিলমিল বিজ্ঞাপণ হোর্ডিংয়ের মিথ্যে আশ্বাস ;
আমি ক্লান্ত চোখে পুড়ে যেতে দেখি জোনাকির ডানা
নিশ্চিন্ত রাত ছিন্নভিন্ন হয়ে যায়
আমার নাগরিক স্বপ্নের দাপটে ;
ইদানিং আমার স্বপ্নরা পালায় …
রাতের রাজপথের ভুলভুলাইয়া ছেড়ে
হন্যে হয়ে খোঁজে ,
মেঠো পথের নৈঃশব্দ্য মাখা ‘ছায়ামরীচের বন ‘——
আলোর খোঁজ
আমার শহরে রাত নামে ;
নিয়নের আলো চুঁয়ে আলেয়া স্বপ্নেরা
পরী হয়ে যায়…
ছুঁতে চাওয়া হাতছানি ঘরে ফেরে দীর্ঘশ্বাস জড়িয়ে
জানলায় ঘুমঘুম অন্ধকারে পেরেক ঠোকে
ঝিলমিল বিজ্ঞাপণ হোর্ডিংয়ের মিথ্যে আশ্বাস ;
আমি ক্লান্ত চোখে পুড়ে যেতে দেখি জোনাকির ডানা
নিশ্চিন্ত রাত ছিন্নভিন্ন হয়ে যায়
আমার নাগরিক স্বপ্নের দাপটে ;
ইদানিং আমার স্বপ্নরা পালায় …
রাতের রাজপথের ভুলভুলাইয়া ছেড়ে
হন্যে হয়ে খোঁজে ,
মেঠো পথের নৈঃশব্দ্য মাখা ‘ছায়ামরীচের বন ‘——
সুচিন্তিত মতামত দিন