শিল্পী গঙ্গোপাধ্যায়

 শিল্পী গঙ্গোপাধ্যায়
স্বপ্নে উড়ান

আমি তো রোজ স্বপ্ন আঁকি
স্বপ্ন আঁকি, নিঝুম রাতে,
দিনের যত না পাওয়ারা
স্বপ্নে উড়ান সফল করে ..

স্বপ্নে কেমন জোৎস্না ঝরাই
স্রোতস্বিনী নদীর ধারে,
দুঃখগুলো নামিয়ে রাখি
উচ্ছলিত, সাগর জলে ..

স্বপ্নে সবাই বন্ধু -সুজন
শয়তানেরা পালায় দূরে,
এক পৃথিবী বন্ধু -সুজন
নতুন নতুন  গল্প বলে ..

স্বপ্নে গড়ি, স্বর্গ-সোপান
স্বপ্ন কুড়াই ইচ্ছে মতো,
স্বপ্নে কোনো প্রতীক্ষা নেই
ঋণ থাকে না স্বপ্নে কোনো।।



একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন