সঞ্জীব সেন

সঞ্জীব সেন
ইচ্ছে নামের 
নদীর খোঁজে 

The day is gone . and all its  sweets are gone
Sweet lips , soft hand, softer breast = john Keats

তাইজন্য কি এই শোক, গোপন পরিতাপ
শমীবৃক্ষে খুলে রেখেছ মাপে ছোট হওয়া যুবতী বয়সের সব পোষাক
হাতে নিয়ে দাঁড়িয়ে আছো প্যান্ডোরার বাক্স,
খুলতেই  দূরের পর্ণোমোচী গাছের  নিচে ভেসে  উঠল                                                                                                    তোমার কিশোরী বয়সের   সব  ছবি

হেমন্ত জানে কতদিন পরে আসে বসন্তদিন
পাতা ঝারার দিন পেরিয়ে আসবে সেইদিন
মহুল  ফুলের বনে ফুটবে রক্তিম পলাশফুল
প্রেম থেকে চুম্বনের ভিতর এমন অপেক্ষা যদিও

তুমি সভাস্থল থেকে ডাক দিলে
আজও  সমাগত দের  ভীড় থেকে তোমায় প্রতিদিন আলাদা ভাবে আবিস্কার করি
জাঠার মিছিল শেষে সামান্য জলে গলা ভিজিয়ে দারুণ উদ্যমে ফিরে যেতে
দেখেছি নিজের বৃত্তে তুমি কী ভীষণ সাবলীল।
নার্সিসাস , দ্যেখো তোমার উঠনে আজ ফুটে আছে কত নার্গিস ফুল, 
সময় থাকতে থাকতে যৌবন খোঁপায় রাখো,
আমি বৃক্ষের মত অপেক্ষায় আছি

আরোও একবার সেই,ইচ্ছে নামের নদীটাকে  খুঁজতে  চেয়ে  অবশেষে পেলাম,
অদূরে সিকিম পাহাড় আর শিখরে  ফুটে  আছে উদ্ধত যত রোডোড্রেনডন ফুল।



একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন