স্বপ্ননীল রুদ্র

স্বপ্ননীল রুদ্র
পাগলপ্রায় অনুচ্ছেদ 

জলের পৃষ্ঠায় লেখা আমার কবিতাগুলি
ঢেউয়ের ভেতর ডুবিয়ে
শব্দগুলি খুলে খুলে গোপন জল মাখিয়ে
কিশোরী নদী দেয় ভাসিয়ে

ভাসে উপমা, ব্যঞ্জনা---পাগলপ্রায় অনুচ্ছেদ
জলের নরম নাভিতটে,
ভিজে ভিজে ফুলে যাওয়া বহমান পংক্তিগুলি
ভোর থেকে সাঁঝ ছটফটে

জলের পৃষ্ঠায় লেখা কাতর কবিতাগুলি,
স্বত্ব শুধু স্রোত-প্রকাশনা ;
পয়ারের তানপ্রধান ধ্বনি যেন মুদ্রণের---
সারাবেলা বুকে আনাগোনা

আজ দেখি চাঁদ জ্বেলে কবিতার বই খুলে
পাঠ-নিমজ্জিত নদী, ধীর ---
অদূরে টিলায় আলো-জ্বলা ছোট জনপদে
কার বাঁশি জেগেছে অস্থির...  ?



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.