মা' হওয়াটা সহজ বা কঠিন, সে বিষয়ে মতান্তরে যাবো না। কারণ ডাস্টবিনে পড়ে থাকা শিশু,গর্ভপাতের নষ্ট ভ্রূণ থেকে শুরু করে বড়োলোকের গাবলু গুবলু শিশু... সব সমান আমার কাছে। কারণ জানি, সব শিশুই স্তন না পেলে কাঁদে আর অত্যধিক আহারে বমি করে।
একটু অন্য প্রসঙ্গে আসি তবে। আমি এমন মাকেও দেখেছি যারা যন্ত্রণাবহুল প্রেগন্যান্সি সহ্য করার পর ঘেন্না করেছে তার সদ্যভূমিষ্ঠ কুঁড়িকে।আসলে শিশু মানেই সবসময় ফুলের মত আদরকাড়া বিষয় নয় শুধু, শিশু মানে বমি-পটি -হিসু-রাতজাগা ঘ্যানঘ্যান,বায়না,অবাধ্যতা-কখনো সদ্যওঠা দাঁত দিয়ে নিজেদের নিপল ব্যথা করা বিরক্তি। যারা এটা পড়ার পর গালাগালি দেবেন আমাকে, তাদের বলবো মাতৃত্ব নিয়ে অযথা গ্লোরিফাই বন্ধ করুন। আমি স্টার মায়েদের কথা বলছিনা, যাঁরা বাচ্ছার পাশাপাশি নিজেদের শরীরের যত্ন রাখেন সমানভাবে। কিন্তু আমাদের মত সাধারণ মায়েদের কাছে বাচ্ছা হওয়ার পর ঝুলে যাওয়া সৌন্দর্য, তলপেটে চর্বি.... হ্যাঁ, এগুলো নিয়েও লজ্জিত-বিরক্ত থাকি আমরা।
![]() |
অনিন্দিতা রায় |
ঈশ্বর আমাদের যে লগ্নে মেয়ে বানিয়েছেন, সে লগ্নে মা বানিয়েছেন। মাতৃত্ব তাই সহজাত আমাদের। এবার পারলে কখনো নিজের সেই কুড়ি বছরের পুরোনো ঘরণীকে 'ছেলের মা' না বলে 'আমার প্রিয়া' বলুন একবার।
মায়ের সাথে সাথে প্রিয়াও হতে চাই আমরা,সেই পুরোনো প্রবাদের মতই .... পুরোনো আচার, পুরোনো সোনা, পুরোনো মদ, পুরোনো গান আর কি কি যেন !!