অনিন্দিতা রায়
-সহজ
শীতল বিষণ্ণতা গ্রাস করেছে কোনো এক ধর্মঘটের সকাল,
ইতিউতি মিছিল,বিপরীতধর্মী প্রচার আর ব্যবসার আকাল।
পেঁয়াজ -রসুন -গরমমশলা দিয়ে কষে কষে মাংস রান্নার মতই মুখরোচক পরিবেশন নিউজচ্যানেলগুলোতে।
দস্তারঙা সম্প্রীতির দু'টো -একটা বাণী দশ টাকার সাবানের সাথে একটাকার ফ্রী শ্যাম্পুর মত সঙ্গত দিচ্ছে সেখানে।
শীতের দুপুরে কমলালেবুর কোয়ায় মাখানো দম্পতির আদরের মত প্রশ্রয় পাড়ার দাদাদের চোখেও।
শুধু নোংরা পথশিশুগুলোর চিরহাভাতে প্রশ্ন....
'অ দাদা। এই ছুটির দিনেও ভাত পাবুনি?'
শীতল বিষণ্ণতা গ্রাস করেছে কোনো এক ধর্মঘটের সকাল,
ইতিউতি মিছিল,বিপরীতধর্মী প্রচার আর ব্যবসার আকাল।
পেঁয়াজ -রসুন -গরমমশলা দিয়ে কষে কষে মাংস রান্নার মতই মুখরোচক পরিবেশন নিউজচ্যানেলগুলোতে।
দস্তারঙা সম্প্রীতির দু'টো -একটা বাণী দশ টাকার সাবানের সাথে একটাকার ফ্রী শ্যাম্পুর মত সঙ্গত দিচ্ছে সেখানে।
শীতের দুপুরে কমলালেবুর কোয়ায় মাখানো দম্পতির আদরের মত প্রশ্রয় পাড়ার দাদাদের চোখেও।
শুধু নোংরা পথশিশুগুলোর চিরহাভাতে প্রশ্ন....
'অ দাদা। এই ছুটির দিনেও ভাত পাবুনি?'
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন