বনবীথি_পাত্র

বনবীথি_পাত্র
স্বপ্নভঙ্গ

শব্দ দূষণ প্রতিরোধ করতে
মহামান্য আদালত বেঁধে দিয়েছে  শব্দের তীব্রতা।
৬০ডেসিবেলের ওপর যাওয়া চলবে না।
সাবধান! সবাই সাবধান!
স্বপ্ন ভাঙার শব্দে,
পৃথিবী যেন দূষিত না হয় ;
ভুললে চলবে না,
আমরা আছি ৬০ ডেসিবেলের মধ্যে ।।
পৃথিবীকে শব্দদূষণ থেকে বাঁচাতে
স্বপ্ন ভাঙুন নীরবে....
পৃথিবী হোক দূষণমুক্ত,
সর্বকালের জন্য !



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.