নাসির ওয়াদেন

নাসির ওয়াদেন
স্বপ্ন চড়ে 
ভোরের ঘাসে    

কীসের আশায় বেঁচে থাকা রাতের তারাটি ?
খুনসুটি লেগে থাকে জীবনে চলাচল পথে
অন্ধকার গিলে খাই প্রত্যাশার সবুজ চারাটি
স্বপ্নের শ্লেজগাড়ি ছোটে হিমে ঘাতে-প্রতিঘাতে

স্বপ্ন ফেরি করে বেড়াই,স্বপ্ন দেখি আঁধারে-আড়ালে
বহে সমান্তরালে জীবনঢেউ, মুক্তির সোপানে এসে
যে আশা বুক ভরে শ্বাস ফেলে, জীবনের কথা বলে
স্বপ্নেরা চড়ে খায় ভোরের ঘাস  সুশীতল বাতাসে

স্বপ্ন আছে, জীবন বেঁচে আছে, মায়াজালে বোনে বিস্তার
খেয়াতরি জীবনতরঙ্গে বহে যায়, সে তো মুক্তি, নিস্তার



একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন