পিলসুজ ভারী দ্যোতনাময়
গিটারের তারে রঙ ছড়ানো,
কোকিল হার মেনেছে বসন্তের ফুলে
মঞ্জরী গাঁথা কাব্য জড়ানো।
হৃৎপিণ্ডে সাজানো রক্তের মিছিল
ফুসফুস ঘিরে শব্দের শ্বাস -
হাল হকিকত বুঝেই চলা সুরে
প্রাচীরে নাম না জানা ফুলের সুবাস।
বৃত্ত শিকলেই খুঁজে আনা মুক্তোর গুলি ...
স্বর্ণগোধিকা লাফিয়ে চলে ঘুমরাজ্যে,
নির্ভরতার ভিড়ে জড়ো করা স্বপ্নগুলো
নিষ্প্রভ নিশিতে শিরোধার্যে ।
সুচিন্তিত মতামত দিন