শ্যামল মন্ডল

শ্যামল মন্ডল
-স্বপ্ন-

ছোট্টবেলায় স্বপ্ন দেখা 
স্বপ্ন রয়ে গেল ,
বড় হয়ে স্বপ্ন গুলো 
আবার ফিরে এলো । 

ছোট্টবেলার স্বপ্ন গুলো 
লালন পালন করা ,
সঙ্গী ছিল খেলাধুলা 
লেখাপড়া করা ।

চাকরি হবে বড় অফিসে
চলব ঠাটে-বাটে,
ইলিশ কাতলা রুই খাব
কিনব গিয়ে হাটে ।

বাবু হয়ে থাকব সদাই 
বাসবে ভালো সবে ,
গরিব দুখির করবো সেবা 
খুশিতে মন রবে ।

বাবা মায়ের করব সেবা
রাখবো সদা সুখে ,
এক হাঁড়িতে রান্না হবে 
থাকবো হাসি মুখে ।

টুকটুকে বউ আনবো ঘরে 
মন মাতানো ঘর ,
মিলেমিশে থাকবো সবাই 
থাকবে না কেউ পর ।

বড় হয়ে বুঝছি এখন 
স্বপ্ন কাকে বলে ,
স্বপ্ন গুলো রঙিন ফানুস 
হাওয়া ভরেই চলে ।।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.