কোয়েলী ঘোষ

কোয়েলী ঘোষ
স্বপ্ন 


চাঁদ জ্যোৎস্না ছড়ায় সারারাত
মোমের মত গলে পড়ে হৃদয় ...
স্বপ্নশেষেও স্বপ্ন দেখে মন
বসি তুমি আর আমি ।


আমার স্বপ্ন মাখা আঙিনায়
আলো ছায়া জাফরিকাটা আলো
নতুন দিনের স্বপ্ন দেখতে চায় ...
রাগরাগিণীর আলাপ ,বিস্তার ।


মাঝে মাঝে অবগাহন জলের ভিতর
রঙিন মাছেদের জলকেলি দেখি ,
বালুচরে কারুকার্যময় শুভ্র শঙ্খ পড়ে আছে
মন্ত্রমুগ্ধ ।


দুটি বন্ধ চোখে অন্য এক পৃথিবীর স্বপ্ন উড়ান
শব্দে শব্দে স্বপ্ন সাজাই ,আমি জেগে থাকি ,
রাশি রাশি নক্ষত্র জ্বলে ,
জ্বলে আর নেভে । তবুও স্বপ্ন ...



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.