“স্বপ্ন”
একখানি প্রেম চাই।
যা চামড়ায় আনবে আগুন ― নীল।পোড়াবে
অতীত দালানকোঠার পেঁচার ধাতব চিৎকার ।
একখানি প্রেম যা মুঠো ভরে ঝরাবে
নিশ্চল খনির ঘাম , রাতের পর রাত , কাটবে
রাত শুধু একখানি রাতের অপেক্ষায় ।
একখানি প্রেম চাই।
ভাটার মরুচরে মরীচিকার জোয়ার।
উথলে দেবে কামনার বাতি, রক্তস্নাত
রাতের মোমে। গরল গোলাপি পাংশুটে রাতের
ছোবলে মরতে চাই , বারবার – প্রতিবার।
এতো বার যেন জীবন জেগে ওঠে
শিহরণে।
একখানি প্রেম , একখানি প্রেম ।
এতটুকু প্রেম যদি পাই ―
হয়ে থাকবো সহস্র কালের ক্রীতদাস
তোমার বাহুর যুগলে ,
হয়ে থাকবো অহনা- আহিত প্রদীপ শিখার
লকলকে জিহবা ―
তোমার প্রতিটি শিরায় শিরায় ।
তোমায় যদি একবার , একটিবার ‘পাই’ -
একখানি শুধু একখানি প্রেম চাই।।
একখানি প্রেম চাই।
যা চামড়ায় আনবে আগুন ― নীল।পোড়াবে
অতীত দালানকোঠার পেঁচার ধাতব চিৎকার ।
একখানি প্রেম যা মুঠো ভরে ঝরাবে
নিশ্চল খনির ঘাম , রাতের পর রাত , কাটবে
রাত শুধু একখানি রাতের অপেক্ষায় ।
একখানি প্রেম চাই।
ভাটার মরুচরে মরীচিকার জোয়ার।
উথলে দেবে কামনার বাতি, রক্তস্নাত
রাতের মোমে। গরল গোলাপি পাংশুটে রাতের
ছোবলে মরতে চাই , বারবার – প্রতিবার।
এতো বার যেন জীবন জেগে ওঠে
শিহরণে।
একখানি প্রেম , একখানি প্রেম ।
এতটুকু প্রেম যদি পাই ―
হয়ে থাকবো সহস্র কালের ক্রীতদাস
তোমার বাহুর যুগলে ,
হয়ে থাকবো অহনা- আহিত প্রদীপ শিখার
লকলকে জিহবা ―
তোমার প্রতিটি শিরায় শিরায় ।
তোমায় যদি একবার , একটিবার ‘পাই’ -
একখানি শুধু একখানি প্রেম চাই।।
সুচিন্তিত মতামত দিন