পরিচয় পর্ব
মাথাপিছু গোনা হবে চারবার
পরিচয় পর্বে
লিকার চা-ই যথেষ্ট।
আজ কোন আবেদন রাখা হবে না।
আমরা উনচল্লিশজন রিফিউজির মত
হাতে থালা গ্লাস
কারো মুখে কথা নেই।
গুনতি পর্বে খোদাই চলছে
গোপন যুদ্ধে, কান পাতলে শোনা যায়
দর কষাকষি দুমুঠো অন্নের।।
Tags:
কবিতা