ঋজুলেখা দত্ত

ঋজুলেখা দত্ত
পরিপূরক

প্রতিটি রাতে দোর আগলে রাখে স্বপ্ন -

স্বপ্ন কি কোনো পুরুষের নাম
শক্ত কব্জি , বলিষ্ঠ হাত
আগলে রাখার অধিকার ?

নদীটার নাম ধানসিঁড়ি
নদী ও নারী কেমন মিশে গেলে
শ্রাবণ নামায় ধারা ।

স্বপ্ন গুলো কলাগাছের মত সবুজ
নদীর বুকে ভেলা ভেসে যায় !
             

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.