দীপঙ্কর বেরা



স্বপ্ন 

তুমি স্বপ্ন দেখো
আমি তোমার পাশে আছি
আমরা তোমার পাশে আছি;
সেই স্বপ্ন সাকার করার জন্য
যা যা চাই সব দিতে পারি
আকাশ পাতাল স্বর্গ মর্ত্য
সব জায়গায় থেকে সব কিছু এনে দিতে পারি।

তুমিও জানো
কোন স্বপ্ন মস্তিষ্কের কঠোর শ্রমের বাইরে সফল হয় না
শিক্ষা বাদ দিয়ে সফল হয় না
বইয়ের কালো অক্ষর ছাড়া সফল হয় না
পরিবার প্রতিবেশী গুরু ছাড়া সফল হয় না
সাধনা ছাড়া লক্ষ্য স্থির ছাড়া সফল হয় না
লুকিয়ে চুরিয়ে ফাঁকি দিয়ে সফল হয় না।

স্বপ্ন দেখার আকাশ চিনতে হয়
মাটিতে দাঁড়িয়ে বোধ সংগ্রহ করতে হয়
পারদর্শিতায় মন ঠিক করতে হয়
ভাল লাগার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়তে হয়
নিজের তুলনায় নিজেকে মর্যাদা দিতে হয়
তবেই স্বপ্ন
স্বপ্নচিত্রের আঁকা বাস্তব কথা বলে।

তুমি যদি স্বপ্ন দেখতে না শেখো
তাহলে তুমি মস্তিষ্ক বাদ দিয়ে
বোধ বুদ্ধির মতলবী ভাবনায়
পরিবারকে লুকিয়ে পাড়া প্রতিবেশীকে তোয়াক্কা না করে
গোপনে বিরক্তির উড়ান তৈরি করো
অন্যে যা বলে যা বলা হয় সব কিছুকে ভারী মনে করো
এটা ওটা ছুঁড়ে ফেলো
নিজের না-স্বপ্নকে চাপা দিতে থাকো।

তুমি ভুলে যাও তোমার স্বপ্ন দেখার সাথে
আমি আছি আমরা আছি
সবাই মিলেমিশে তবেই স্বপ্নের সোপান তৈরি হয়
সেই স্বপ্নের চূড়ায় তুমি থাকবে
শুধু তুমি
আমরা সবাই তোমাকে উপরে তুলে দিয়ে
নীচে দাঁড়িয়ে থাকব
হাততালি দেবো
সেই স্বপ্নের তুমিই রাজকুমার তুমিই রাজকুমারী।

তাই তুমি স্বপ্ন দেখো
বড় হওয়ার স্বপ্ন দেখো
মানুষ হওয়ার স্বপ্ন দেখো।

তুমি স্বপ্ন না দেখলে
আমিও যে স্বপ্নহীন হয়ে যাব
আমরা সবাই স্বপ্নহীন হয়ে যাব
দেশ দশ স্বপ্নহীন দিশাহীন ভবিষ্যৎ হয়ে যাবে।

স্বপ্নবিহীন তুমিও
পড়াশুনা খেলাধূলা আঁকা লেখা
সবেতেই ফাঁকি শিখে যাবে
গোপনে নিষিদ্ধ ডেরায় হানা দেবে
মনের মধ্যে আয়েস আরামের বারান্দা গড়ে তুলবে।

তুমি তো জানো
কোন নিষিদ্ধ কখনই স্বপ্ন নয়
নেশা পেশা নেট শুধু পেট কিংবা গোপন
এসব কোন কিছুই কারো কোন স্বপ্ন নয়
স্বপ্নের পাতাল প্রবেশ মাত্র।

তাই তুমি স্বপ্ন দেখো
বড় হওয়ার স্বপ্ন দেখো
মানুষ হওয়ার স্বপ্ন দেখো
জীবন হওয়ার স্বপ্ন দেখো।

আমরা তোমার পাশে আছি
সাথে আছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.