বৈশাখী দাস

বৈশাখী দাস
তখনই স্বপ্ন  

আচমকা ডানা ভেঙে ফুরিয়ে যাওয়া উড়ানগুলোই
সাজিয়ে নেয় আকাশী বিস্তার,বাতাস-প্লবতা
স্বপ্নের অবয়বে।
ইন্সোমেনিক বালিশের পাশে,
মলাটে কান্নার জলছাপ আঁকা গীতবিতানও
স্বপ্নিল সুরে বেঁধে নেয় আশাবরী আলাপ ,
একটুকরো তন্দ্রার ছাউনি পেলেই !
পলক খোলা হোক বা বন্ধ.....
'ইচ্ছে' আর 'পূরণ' এর মাঝে,হাইফেনের ওই দুর্গম দূরত্বটিকেই
চিনেছি স্বপ্নের আঁতুড়ঘর নামে ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.