আমার বড়দা ছিলেন হাইস্কুলের শিক্ষক । তাকে দেখেই আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম , বড় হয়ে আমিও শিক্ষক হব । কিন্তু বড়দার ইচ্ছা ছিল , আমি যেন বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হই । মাধ্যমিক , উচ্চমাধ্যমিকে ভালো ফল করায় , এমনকি জয়েন্ট এন্ট্রান্স এ চান্স পাওয়ায় বড়দা ধরেই নিয়েছিল , আমি ডাক্তারি পড়ছি । কিন্তু সকলের আশা ভরসাকে জলাঞ্জলি দিয়ে আমি জানিয়ে দিলাম , আমি শিক্ষকই হচ্ছি । কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অংকে অনার্স নিয়ে ভর্তি হয়ে গেলাম । বড়দা খুব কষ্ট পেলেন । পাড়া প্রতিবেশীদের কাছে শুনেছি, বড়দা তাদের কাছে দুঃখ করে বলতেন , বিজনকে নিয়ে কি ভেবে ছিলাম , আর ও কি হলো !
যাক , কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকেই অংকে অনার্স ও মাস্টারডিগ্রি করলাম ।একটি ইস্কুলে চাকরিও পেয়ে গেলাম তাড়াতাড়ি ।
আসলে আমাদের ছিল চাষী পরিবার । যৌথ পরিবার । সদস্য সংখ্যা সব মিলিয়ে পনের জনের মতো । একমাত্র সরকারি আয় ছিল বড়দার। চাষের জমি থেকে যে ফসল হত , তা পারিবারিক প্রয়োজনে সবটাই লেগে যেত । তাই বড়দা ভেবেছিলেন , আমি যদি ডক্টর হই , তাহলে পারিবারিক টানাটানি অনেকটা কমবে , আর সামাজিক সম্মানও বাড়বে । কিন্তু আমি তার ভাবনার সাথে সহমতে হতে পারি নি ।
আজ আমি ইছাপুর নর্থল্যান্ড উচ্চবিদ্যালয়ে গনিত বিভাগের শিক্ষক । বেশ ভালো লাগে ছাত্রদের পড়াতে । অনেক অভিভাবক আমাকে বলেন স্যার , আমার ছেলেটাকে যদি প্রাইভেট পড়াতেন , খুব ভালো হত ! আমি সবিনয়ে তাদের বলি , প্রাইভেট পড়ানোর কথা বলে আমায় লজ্জা দেবেন না ! আমার মনে হয় , যারা ঠিকমতো ক্লাস করে , তাদের প্রাইভেট পড়ার দরকার হয় না !
আজ আমি বেশ আছি ! সারাদিন তো ছাত্রদের সাথে কেটে যায় ! ক্লাসে জ্যামিতির ক্লাসে যখন জ্যামিতিক সংজ্ঞাগুলিকে ছড়ার মত ছন্দ করে পড়াই , ওরা বেশ উৎসাহ পায় । কেউ কেউ যখন মন্তব্য করে , স্যার , যে সংজ্ঞা মুখস্থ করতে বাড়িতে ঘন্টার পর ঘন্টা চলে যায় , আপনার কাছে বুঝে নেওয়ার পর তা সহজেই মনে থেকে যায় ! এই ঘটনাগুলি আমার কর্মজীবনকে আরও উদ্দীপ্ত করে !
আজ বড়দা আমাদের মধ্যে নেই ! তিনি হয়তো আমার ডাক্তার না হওয়ার অতৃপ্তি বহন করেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন ! কিন্তু সুখের ঠিকানা যদি হয় মানসিক শান্তি , সেই তৃপ্তি থেকে আমি কিন্তু বঞ্চিত নই । বড়দার ইচ্ছা পূরন করতে না পারার অক্ষমতা মাঝে মাঝে পীড়া দিলেও , এই ভেবে সান্ত্বনা পাই যে , বড়দা কিন্তু তার ইচ্ছাকে জোর করে আমার উপর চাপিয়ে দেননি !
আমি যেমন চাপিয়ে দেইনি আমার ইচ্ছা আমার সন্তানের উপর । ও নিজের ইচ্ছে অনুযায়ীই ইঞ্জিনিয়ারিং পড়ছে , যাতে ও নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারে ! এবং শিক্ষক হিসেবে সকল ছাত্রছাত্রীকে আমি এটাই বলি , তোমার যে বিষয়কে একান্ত আপন বলে মনে হয় , সেটাই নিও ! চাপিয়ে দেওয়া বিষয় ঘাড়ে নিলে ভেঙে পড়ার সম্ভাবনাই বেশি !
bijanmajumder67@gmail.com
ইছাপুর নর্থল্যান্ড হাইস্কুল ॥ উত্তর চব্বিশ পরগনা ॥পিন ৭৪৩১৪৪
সুচিন্তিত মতামত দিন