নিজস্ব কম্বিনেশন
মাঝে মাঝে আঙুলের ফাঁক দিয়ে নেমে আসে টেবিলের ওপর নাইফ এন্ড ফর্ক। তাদের চোখের ডগায় ঝুলে থাকে স্বপ্ন। ভেতরে — আমার ফুটপাথে নেমে আসে ‘বুফে’ রেস্টুরেন্ট। ক্যান্ডল ডিনার নাইটে— আমি জীবনকে চেয়ার বানাই। আর সেই চেয়ারে বসে একাত্তর আইটেমের স্বাদ নিই।
নাইটব্রীজের হ্যারডস থেকে শপিং শেষে— জার্মানি কুকুর বুকে জড়িয়ে শুয়ে পড়ি মিন্টো রোডের নিজস্ব ড্রিমরোজ ভিলায়। লাঞ্চ শেষে তৃপ্তির বিলাসি ঢেঁকুরে নেমে আসে পিউর বাসমতি চালের গন্ধ ... আর ছেয়ে যায় টঙ্গির আকাশ। যেখানে পড়ে থাকে আমার আধমরা সহোদরেরা।
এইদৃশ্যে— কারও নাকডাকার ফাঁকে ঘুম ভেঙে যায়। আর আমি খোলা আকাশ এবং ফোসকা পড়া ফুটপাথের মধ্যে কম্বিনেশন খুঁজতে থাকি। যেন স্বপ্ন আর অনুভুতির মিশেল নিয়ে আমি প্রতিদিন জবাই হই।
আমার দেহ থেকে নেমে যায় ফুটপাথ। আমার পেট থেকে নেমে যায় ভাতের দোকান। তবুও আমি স্বপ্ন দেখি। নিজস্ব স্বপ্ন। আমার ভেতর জেগে উঠছে ফাইভস্টার হোটেল। আমার সম্মুখে দুলছে বাসমতি ক্ষেত।
সুচিন্তিত মতামত দিন