আবার পান্তাভাত টকে গেলে বাসী হলে ফার্মেন্টেড হলে শান্তিনিকেতনীয় বাবুদের হাঁড়িয়া বা পচানী হতে পারে । চা বাগানে বাংলা মদ্য , ঝাল ঝাল শুয়োরের মাংস সহ আহা ! আর যে গরীবের অন্নের চাহিদাই চাহিদা তার ঐটুকু খাবার টকে পচে ভাপিয়ে উঠলে পেট ভরে কই ! করুন বাবু , মূল্যায়ণ করুন । বড় বড় জিনিসের মানুষের কত মুখ কত কথা কত মুখোশ কত কান্না কত কুম্ভীরাশ্রু , সবের মূল্যায়ণের মুরোদ কি আর আছে ?
আমার দেখা ব্যক্তিগত , আমার চৌহদ্দি আপনা জগৎ । অনেক পড়ালিখা করা খোকাখুকু মা বাবাকে ইস্টিশানে ছেড়ে দিয়ে যায় , গঙ্গাসাগরে কাশী বিশ্বনাথ মন্দিরের চাতালে কুম্ভ মেলায় বিসর্জন দিয়ে আসে , আবার অনেক বাপে খেদানো মায়ে তাড়ানো কুলাঙ্গার কুড়িয়ে আনে তাদের আশ্রয় দেয় । সবরীমালায় মেয়ে মানষের প্রবেশ নিষিদ্ধ , জৈন মন্দিরে অজৈন হলে ঢোকা বারণ , আবার মন্দিরের পুরোহিত সাগরেদ নিয়ে মন্দিরে ধর্ষণ করে খুন করে বিধর্মীর বাচ্চা । ইরানে উনিশ বছরের মেয়েটি ধর্ষণে উদ্যত লুচ্চাটাকে ছুরি মেরে নিজেকে বাঁচালে কোর্ট ছয় বছর জেলে পচিয়ে মেয়েটিকে মৃত্যুদন্ড দেয় । নিন্ বাবু মূল্যায়ণ করুন ।
দেশের চৌকিদারের মন কি বাত শুনতে শুনতে হাজার কোটি টাকার চুরি খেয়ালই করছেন না আপনি , বিপিএলের একাউন্টে মিনিমাম ব্যালেন্স না থাকায় ব্যাঙ্ক ফাইন কাটে আর কয়েক হাজার কোটির ঋণখেলাপীর ঋণ মকুব হয় , ব্যাঙ্ক লাটে ওঠে , চোর পুঁজিপতি সরকারী পাহারায় বিদেশ পালায় , সিবিআই প্রধান ঘুষ খায় , সে চুরি প্রকাশ্যে এনে আরেক কর্তার চাকরি যায় , বিজ্ঞান যুক্তিবাদ প্রচার করলে খুন হন দাভোলকর , পানেশার , কুযুক্তি সাম্প্রদায়িকতার প্রচারকরা জনগণের ভোটে গদিতে বসে , নিন বাবু মূল্যায়ণ করুন ।
আপনার দেখা আমার দেখা নয় । আপনার মত আমার মত নয় । আপনার যুক্তি আমার যুক্তি নয় । কে কার মূল্যায়ণ করে রে বাবা ! প্রত্যেকের অকাট্য যুক্তি আছে । নিজে অভ্রান্ত এই বিশ্বাস আছে । কে কাকে কিভাবে দেখবে বিচার করবে তার কোন আলটিমেট সীমা মাপ কিস্যু নেই । সুতরাং মূল্যায়ণ ব্যাপারটা ঈশ্বর আল্লা গডের মত , যে যেভাবে বিচার করে দেখতে পায় ।
sharmisthaghosh1974@gmail.com