সুধাংশুরঞ্জন সাহা

সুধাংশুরঞ্জন সাহা
রঙচটা দেওয়ালে 
কোথাও প্রতিশ্রুতি নেই 

এখন গাছে গাছে আঁচড়ের চিহ্ন প্রকট ।
পথে ছোটখাটো পুকুর দেখলে মনে হয়
ভরাট হওয়ার অপেক্ষায় দিন গুনছে বুঝি ...।

মগজে পুরনো কথা ঠোকাঠুকি করে ।
রঙচটা দেওয়ালে কোথাও প্রতিশ্রুতি নেই, বিশ্বাস নেই ।
আছে ভয়ংকর ভবিষ্যতের ইংগিত ।

আমরা ভুলে গেছি ঠিকঠাক আদর,
ভালোবাসা, অনুরাগ ও অভিমানের বর্ণমালা ।
কবেই ভুলে গেছি এলোমেলো হাওয়ায় রাধাচূড়া
                                আর কৃষ্ণচূড়ার আলিঙ্গন ।

এখনও সময় আছে,  একটিবার ঘুরে দাঁড়ালেই হয় ।




একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন