সম্প্রীতির আলো
মন সুন্দর রোদ জমে আছে ঘাসে।
শুয়ে আছে মাঠে মাঠে
জানালা কপাটে।
হেমন্তে ভরাট ক্ষেতে শিন শিনে বায়
ধূলোহীন শান্ত জলে
ঢেউ ভেসে যায়।
কলাপাতা ভাসা দিন ধূসর সকালে
নিতান্ত তোমার তরে
যায় অবহেলে।
দীপগুলো জ্বলে উঠে পিতৃমাতৃলোকে
নিয়ে যাবে গোলকের
আলোক উৎসবে।
কবে থেকে ভেসে আসা ঐতিহ্যের টান
আলো হয়ে ছুঁয়ে আসে
অগ্রজের প্রাণ।।
প্রদীপ থাকে না আর শুধু সন্ধ্যেবাতি
চিরদিন প্রাণে প্রাণে
জাগায় সম্প্রীতি।
কবি সাহিত্যিক
লালমনিরহাট, বাংলাদেশ।
সুচিন্তিত মতামত দিন