অমরেশ বিশ্বাস

প্রহসন
প্রহসন

ভাই বোন আর মা মিলে তোরা
মর্ত্যে কেন যাস?
কি নেই বল এই স্বর্গে শুনি
যা সেখানে পাস।

মর্ত্যের এত হানাহানি ... অনাচার
শকুনের উৎপাত!
খুন ধর্ষণ রাহাজানি প্রতারণা
অবিরাম নিরীহের রক্তপাত।

কবে তোর মা অসুর বধ করেছিল
আজও চাই তার প্রতিদান
অসুর কুল তো আছে বহাল তবিয়তে
কেড়ে নিচ্ছে কত নিরীহের প্রাণ।

মর্ত্যে গিয়ে ক'দিন ঘুরে ফিরে
শুধুই, মৌজ মস্তি করে ফিরে আসিস
কত লোক অনাহারে, কত লোক ফুটপাতে
জোটে না বস্ত্র কত নারীর সম্ভ্রমে, সে কথা কি জানিস?

দুর্নীতির পাহাড়ে করে যারা অবস্থান
দেখি বড় প্রিয় আজ তোর মার
তবে ওই নির্ধন নিরাশ্রয় ফুটপাত-বস্তীবাসীরা কি
সন্তান নয় তার।

মর্ত্যের অসুর কুলে, তোরা কেন পুস্পজলে
স্বর্গ শক্তি, স্বর্গ সস্তি, স্বর্গ বোধে তোরা অক্ষম!
মা' কে বলিস এমন নাটক ...
বন্ধ করো প্রদর্শন।


একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন