কৌশিক দে

কৌশিক দে
কিছু শব্দ শুনতে পাই

আজও আমি কিছু শব্দ শুনতে পাই-নিঃশব্দে।
গণতন্ত্রের শেকলে আবদ্ধ চাপা বিপ্লবের শব্দ,
ভেজা বারুদে ফেটে ওঠা বোমার বিকট শব্দ।
আজও আমি কিছু শব্দ শুনতে পাই।।

লোলুভ রাষ্ট্রনেতার লেলিহান জিহ্বার ধ্বনি,
ক্ষুদার্ত শিশুর মাঝরাতে ঘুম ভেঙে উঠে আর্তনাদ,
শস্য হীন কৃষকের নিরুপায় আত্মহত্যার গোঙানি,
দিশাহীন যুবকের বুকে ফেটে ওঠা অগ্নুৎপাত,
ধর্ষিতার শিরায় শিরায় বহমান প্রতিশোধের হুঙ্কার,
আজও আমি কিছু শব্দ শুনতে পাই ।।

তবে কি স্বাধীনতার আর এক নাম আজ 'শোষণ'!
তবে কি পতাকায় আজ নতুন রঙ লাগাবো 'লাল'!
চিত্রকের চিত্রে নেই বিপ্লব -
কবিতার ছন্দে নেই আন্দোলন -
নবীনের রক্ত যেন আজ চিংড়ী পোকার রস।।



একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন