বোধভাষ্য
বলতে বলতে মুখ বেঁকে গেল,
মুখ বেঁকে যায়--তবু কথাগুলো সোজা হয় না ।
শুনতে শুনতে কান পচে গেল,
কান পচে যায়--তবু শোনা কথা অবিশ্বাস্য থাকে ।
দেখতে দেখতে চোখ ক্ষয়ে গেল,
চোখ ক্ষয়ে যায়--তবু সার্কাসের দৃশ্য চলে আজও ।
বুঝতে বুঝতে চুল পেকে গেল,
চুল পেকে যায়--তবু বোঝবার বয়স কমে না ।