ভাগ হয়ে যায় উৎসব
মা আসছেন।
নতুন আঙ্গিকে,নতুন মণ্ডপে,লক্ষ লক্ষ মুদ্রার গরমে
বাগাড়ম্বর আর জৌলুষে মাখামাখি হয়ে।
সুখের চালচিত্রে,সুখী উচ্চারণ তাই-
খরচের কি বালাই? উৎসবের সেরা জিনিষটা-ই চাই।
অন্যদিকে,ঢাই কুড় কুড় ঢাকের বাদ্যে
নিরন্ন,উপবাসীদের পেটের ক্ষুধার আর্তি শোনা যায়।
আর উৎসব এইভাবে ভাগ হয়ে যায়।
সুচিন্তিত মতামত দিন