আলোকবর্ষ পেরিয়েছি তবু তোমায় হলোনা জানা,
কক্ষে একাই ঘুরেছি, যদিও ছুঁতেও ছিলোনা মানা।
ছোঁব বললেই যায়না তো ছোঁয়া অভিকর্ষের টানে,
মাঝে মহাকাল ব্যবধান রচে, মহাকাশ সেটা জানে।
তোমার মধ্যে ঝাঁপিয়ে পড়তে সাধ জাগে বারবার
পরিণামে জানি শেষ হয়ে যাব, জ্বলে পুড়ে ছারখার!
তুমি মনে ক'র একাই জ্বলছ , ছড়াচ্ছ তাই আঁচ,
অনেক জ্বলার পরেতে আমিও ছাই হয়েগেছি আজ!
ধূমকেতুদের দৃষ্টি এড়িয়ে নীহারিকাদের দেশে
কত না তোমায় খুঁজেছি জানোনা চেয়েচেয়ে অনিমেষে।
সবই জানো তুমি মায়াবী রমণী, ব্ল্যাকহোল গহ্বরে
সৃষ্টির সুখে মজিয়ে যে নাও সবকিছু গ্রাস করে।
উত্তাপ দিয়ে শুদ্ধ করছো, অথবা বাঁধছো প্রেমে;
কিযে তুমি চাও বুঝিনাকো ছাই, জড়াচ্ছি প্রলোভনে!
পরকীয়া প্রেমে পোড়ালে হৃদয়, সত্যিটা জানোনা কী?
আগুন পুড়িয়ে খাঁক করেদেয়, শুধুই করেনা খাঁটি!
সুচিন্তিত মতামত দিন