''উজান''
নদী ছুঁয়ে নিলো পায়ের পাতা গোড়ালির চৌকাঠ
ঠোঁটে তৃষ্ণার চুমুক ;
নিবিড় শিহরণ স্পর্শ
কোমরের বিপজ্জনক বাঁকে…
পাড় ভাঙে গোটা একটা ইছামতী
নিটোল ঢেউ বুকে নরম ফেনা ;
স্রোতের বহমানতা এঁকে যায় উর্বর ভিজে ছাপ
উপচে পড়া মুঠো গোনে মুহূর্ত
কিছু ভালোলাগা
শেওলার বনসবুজে আদিম গন্ধ সৃষ্টির বীজ ;
শরীর সাঁকো পার হয়ে যায় বালিহাঁস চইচই…
দেহবল্লরী জড়ানো উৎসব মাস আঘ্রাণ
অবগাহনের মোহনায় উজান আজ ছলাৎছল—-
নদী ছুঁয়ে নিলো পায়ের পাতা গোড়ালির চৌকাঠ
ঠোঁটে তৃষ্ণার চুমুক ;
নিবিড় শিহরণ স্পর্শ
কোমরের বিপজ্জনক বাঁকে…
পাড় ভাঙে গোটা একটা ইছামতী
নিটোল ঢেউ বুকে নরম ফেনা ;
স্রোতের বহমানতা এঁকে যায় উর্বর ভিজে ছাপ
উপচে পড়া মুঠো গোনে মুহূর্ত
কিছু ভালোলাগা
শেওলার বনসবুজে আদিম গন্ধ সৃষ্টির বীজ ;
শরীর সাঁকো পার হয়ে যায় বালিহাঁস চইচই…
দেহবল্লরী জড়ানো উৎসব মাস আঘ্রাণ
অবগাহনের মোহনায় উজান আজ ছলাৎছল—-
সুচিন্তিত মতামত দিন