শর্মিষ্ঠা ঘোষ

শর্মিষ্ঠা ঘোষ
গন্ধরাজ 

মনের কোন গহন কুঠুরিতে গন্ধ লুকিয়ে থাকে । হারিয়ে যাওয়া ব্যথার মতো ।
মৃতের চন্দনচর্চিত কপালের মত ।
সামনে এসে দাঁড়ালে কোন অতল থেকে তুলে তুলে আনে বৃষ্টিকুচির স্মৃতি ।
পালাতে চাই আমি পালাতে চাই ।
গুলিয়ে ওঠে গা । নিঃশ্বাস বন্ধ করে রাখি ।
তেড়ে তেড়ে আসে মাদক আসক্তির মত , আমায় পেড়ে ফেলতে চায় ,
ছুটতে ছুটতে অন্ধকারে ঢুকে পড়তে পারি ভয়ে তোমার দিকে ঘুরিয়ে দি পথ ।

তুমি বুঝি ব্যস্ত আছ খুব ?
কি কি দিই নি আমি তোমায়
কোন কোন উদ্যত আগ্রাসনে নির্লিপ্ত পেরিয়ে গেছি
ঘুমের মত ভানে তালিকা মেলাতে মেলাতে গুলিয়ে ফেলছ বুঝি ।
আলো জ্বেলে দাও । চোখ ধাঁধিয়ে দাও । আর কিছু দেখতে চাই না যে ।
পেরিয়ে যাওয়া পথের চোরকাঁটা তুলে ফেলেছি মোজার থেকে ।
এখন দিব্যি খালি পায়েই হাঁটি । কত ঘামগন্ধে হারিয়ে গেছে অপমানের গন্ধ ।
পুরনো গন্ধের দিকে পেছন মুড়ে গুছিয়ে দেব তোমার অভিমান ।
বোকার মত হাসব । তুমি রাগ করবে ।
খুব রাগ করতে করতে এক সময় ক্ষমা করে ফেলবে আমায় ।
মরে গিয়ে পুনর্জন্ম হবে এক গন্ধের । গন্ধরাজের ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.