স্বপ্ননীল রুদ্র

স্বপ্ননীল রুদ্র
স্বপ্ননীলঃ ১৭ 

তোমার খোলা বুকে চাঁদের পায়চারি-সমগ্র আমি
জমিয়ে রেখেছি ; ঘুম না-আসা আসন্ন সেই রাত
মৃদু বাতাসবাহিত বীজের মতন থেমে থেমে
গড়িয়ে গিয়েছে জল-পাড়া অনুমান করে করে---

পায়চারি থামিয়ে চাঁদ মেঘের কুশনে বসে পড়ে:
তোমার বুকের মাটি জুড়ে উদ্বিগ্ন পায়ের ছাপ,
নানাকার অস্থিরতা ; সেসব ডিঙিয়ে আমি খুঁজি
জল-পাড়ার পথনির্দেশ, ঘুমখোয়া রাত্রির গন্ধ ---

বহুদূরব্যাপী পদছাপ, পূর্ণ অপূর্ণ কোলাজ
ফাঁকফোকর গলে রাত ঘষটে ঘষটে গড়িয়ে গিয়েছে
জলের নেশায় ; মহাশ্চর্য সেই রাত-অভিযান
শুঁকে শুঁকে অনুকরণের প্রয়াসী হয়েছিলাম...

পা ভরে জমে রয়েছে আলোক্ষত, রশ্মিপুঁজ---
তোমার বুকের বাম দিকে তীব্র আলোর জঙ্গল,
শনশন বাতাসের বিশ্রামাগার, উজ্জ্বল ঘাসে
আমার শরীর থেকে চুইয়ে চুইয়ে পড়ে পুঁজ...


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.