মুস্তাফিজুর রহমান



উদ্ভ্রান্ত রোদ্দুর ও খাঁচার কাক

উদ্ভ্রান্ত রোদ্দুর ছুঁলো দুপুরের একলা মুখ
কিছু মুখ অপেক্ষায় অভিমানী
বিক্ষোভে ফিরে যায় বাতাস জারুলের পাতায়
অপরাহ্নে সর্বাঙ্গ আশমানী

অর্ধেক জীবন কাটল আমার, একলা জীবন
নিঃসঙ্গ গল্পকথা ফুল ফুল
ইশারার ঠোঁট গভীর অতল শর্তবিহীণ
স্রোতের মুখে ভাসলো আকুল

ঘুম ঘুম রেলিং-এর ফিসফিস কথামালা
মিছিলের শ্লোগান অনুসরণ
কিছু দূরত্ব বোজায় রাখতে সম্পূর্ণ অভিনয়
ঘাস ছুঁয়ে আঁচল অকারণ

গাছে গাছ পরিপাটি সুর সুর সংসার
আসে যায় পাখি অচিন
অনর্গল ধূলোমাখা বীজ বীজ উত্তাপ
আজ ভরা রামধনু-দিন

হঠাৎ কাজলটানা মেঘ আসে সন্ত্রাসী ঘোর
শরীর জুড়ে ক্ষত আকাঙ্ক্ষায়
ঝাঁকে ঝাঁকে বৃষ্টি বৃষ্টি বান মফস্বল
জীবন ভোর খোলা জানলায়

কে দেবে সান্ত্বনা, এখন অশ্রু নয় হৃদয়
এখনও একটু রোদ্দুর থাক
কপালে ছায়া জমে, ভাঁজ ভাঁজ উদ্বেগ
একান্ত নিঃস্ব খাঁচার কাক...




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.