বিষ্ণু চরণ পাল

বিষ্ণু চরণ পাল
অনঙ্গ 

হাত ধরবে বলেই
সাজিয়ে রেখেছি পথের ধার,
খুঁজে নেবে বলেই
প্রকাশ রেখেছি আঙিনায় ।

তুমি যাকে কালো মেঘ বলো
আমি বলি ভিজে নেওয়ার আভাস !

মলিনতা,
আবছায়া,
গোঁজামিল ।

ঠিক একদিন মুছে যাবে দেখো !

পাহাড়ের নিচে সবুজ,
তুমি,
অনন্ত অবকাশ; আর
বর্ণপাঠে একনিষ্ট তোমার কবি ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.