বঙ্গ সন্তান
আজকে তোদের এক বীরপুরুষের গল্প বলি শোন ,
যার বুকে প্রতিবাদের আগুন জ্বলতো সারাক্ষণ।
বয়স কম, সাহসী খুব, স্বাধীন তাঁর চিত্ত
উচ্চ বংশের প্রদীপ নয়
তিনি ছিলেন মধ্যবিত্ত।
ইংরেজদের অত্যাচারে যখন
কম্পিত সমাজ ,
তাঁর মতো দেশপ্রেমিকেরাই তুলেছিল প্রতিবাদের আওয়াজ।
ইংরেজ দের বিশ্বাস ছিল,
করবে ভারত জয়
পাশ্চাত্যের কাছে প্রাচ্য নাকি মানবে পরাজয় !
কিন্তু যা হওয়ার নয় তা কি কভু হয় ?
বিপ্লবীদের কাছে
তাদের হার মানতেই হয় ।
এই বাংলায় জন্মেছিলেন
এমনি অনেক গুনী ,
যাহাদের বলিদানে আজি
পুন্য ভারতভূমি ।
সবাই গুনী, সবাই বীর
সন্তান বঙ্গ মাতার ,
যাহাদের বীরত্বের কাছে
অন্যায় সর্বদা মেনে এসেছে হার।
ইতিহাসের প্রতি পাতায় গ্রথিত
তাদের নাম ,
যাদের মধ্যে অন্যতম ছিলেন
বীর ক্ষুদিরাম।
অল্প আয়ু অসীম তেজ
ছিল তার দেহে ,
আপন প্রানকে তিনি গুরুত্ব দেননি ভারত মাতার চেয়ে।
ওনাদের বলিদানের কথা ভেবে আজি সজল হয় নেত্র,
কিন্তু ওনার স্মৃতিই আজি
হৃদয়ে মম হচ্ছে জাগরিত।
অর্থের সামর্থ্য
শত শত ভুল লোকে করে যায় পাপ
কিন্তু দেখ, অর্থ জোরে
তারা পেয়ে যায় মাফ ।
কিন্তু যারা ভালোমানুষ
সকল স্বার্থ হীন
দিনে দিনে সমাজেতে
তাদের বাড়তে থাকে ঋণ।
কারন তাদের অর্থ নেই নেই সামর্থ্য
যার দ্বারা ব্যক্ত হবে কঠিন সত্য।
কখনো কি হবে এমন
নিস্বার্থ সমাজ ?
দারিদ্রতা কি পাবে শান্তি?
ঘুচবে কি এই স্বার্থপরতার রাজ?
আজকে তোদের এক বীরপুরুষের গল্প বলি শোন ,
যার বুকে প্রতিবাদের আগুন জ্বলতো সারাক্ষণ।
বয়স কম, সাহসী খুব, স্বাধীন তাঁর চিত্ত
উচ্চ বংশের প্রদীপ নয়
তিনি ছিলেন মধ্যবিত্ত।
ইংরেজদের অত্যাচারে যখন
কম্পিত সমাজ ,
তাঁর মতো দেশপ্রেমিকেরাই তুলেছিল প্রতিবাদের আওয়াজ।
ইংরেজ দের বিশ্বাস ছিল,
করবে ভারত জয়
পাশ্চাত্যের কাছে প্রাচ্য নাকি মানবে পরাজয় !
কিন্তু যা হওয়ার নয় তা কি কভু হয় ?
বিপ্লবীদের কাছে
তাদের হার মানতেই হয় ।
এই বাংলায় জন্মেছিলেন
এমনি অনেক গুনী ,
যাহাদের বলিদানে আজি
পুন্য ভারতভূমি ।
সবাই গুনী, সবাই বীর
সন্তান বঙ্গ মাতার ,
যাহাদের বীরত্বের কাছে
অন্যায় সর্বদা মেনে এসেছে হার।
ইতিহাসের প্রতি পাতায় গ্রথিত
তাদের নাম ,
যাদের মধ্যে অন্যতম ছিলেন
বীর ক্ষুদিরাম।
অল্প আয়ু অসীম তেজ
ছিল তার দেহে ,
আপন প্রানকে তিনি গুরুত্ব দেননি ভারত মাতার চেয়ে।
ওনাদের বলিদানের কথা ভেবে আজি সজল হয় নেত্র,
কিন্তু ওনার স্মৃতিই আজি
হৃদয়ে মম হচ্ছে জাগরিত।
অর্থের সামর্থ্য
শত শত ভুল লোকে করে যায় পাপ
কিন্তু দেখ, অর্থ জোরে
তারা পেয়ে যায় মাফ ।
কিন্তু যারা ভালোমানুষ
সকল স্বার্থ হীন
দিনে দিনে সমাজেতে
তাদের বাড়তে থাকে ঋণ।
কারন তাদের অর্থ নেই নেই সামর্থ্য
যার দ্বারা ব্যক্ত হবে কঠিন সত্য।
কখনো কি হবে এমন
নিস্বার্থ সমাজ ?
দারিদ্রতা কি পাবে শান্তি?
ঘুচবে কি এই স্বার্থপরতার রাজ?
সুচিন্তিত মতামত দিন