সুনন্দ মন্ডল
উৎসব
প্রদীপ রেখেছ জীবনের স্তম্ভে
উৎসবের আনন্দ যজ্ঞে বিলিয়েছ খই
ভাঙা ডালটা গাছের গোড়ায় পড়ে
নীল সীমান্তে আকাশ ছুঁয়েছে মাটি
কাশ ফুলের সম্ভার সারা শরতে
অন্য গানের পরশ
রাতের চাঁদ কালো হয়েছে কিছুকাল আগে
লাল রঙের খেলা বৃত্তে
গম্ভীরা শোনা যায়নি অনেকদিন.....
মানুষ এখন উৎসবে মেতেছে
চাপ চাপ রক্তের হোলি খেলায়
কী ঈদ, কী দূর্গা পূজা-- সবই উপলক্ষ্য
প্রতিদিনই রক্তের উৎসব
পথে পথে শব্দের মিছিল.....
![]() |
সুনন্দ মন্ডল |
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন