তোমারও পরাজয় হয়
তোমার অস্তিত্ব নিয়ে যারা প্রশ্ন তোলে
তাদের মধ্যে আমিও ছিলাম,
শাস্তি হবে জেনেই বিদ্রোহী হয়েছি
তবুও আমার অস্তিত্ব বোহিমিয়ান।
তুমি অন্ধকারের কালো রঙ হয়ে
মুর্খতা ছড়াও অবিরত,
তোমার শেখানো বুলিতে অশ্রু জমা হয়,
নির্জন দুপুরে নেমে আসে রাত্রি,
তোমার রুচিতে মিশে থাকে খনিজ।
আমিও রক্তহীন হই
লিখে ফেলি বিদ্রোহ ; পক্ষান্তরে।
দুজনেরই বোধহয় আজ আরো বেশি
সংযমী হওয়া প্রয়োজন।
সুচিন্তিত মতামত দিন