মন্দিরা ঘোষ

মন্দিরা ঘোষ
শেষ গন্তব্য

আন্তরিকতার ফুলস্কেপ কাগজে
রক্তকরবীর ঘ্রাণ সরে গেলে
কাগজটি নৌকো হয়ে ভেসে যায়
পিছুটানগুলি দুলতে থাকে
ঢেউয়ের গায়ে

ভেসে থাকা প্রশ্নচিহ্নগুলি থেকে
একটি দাঁড়ি টানা হলে
অনেকসময় আন্তরিক হাতটি আগন্তুক হয়ে ওঠে
যতিচিহ্নের ব্যবহার  ভুলে গেলে তখন
জলস্তর বেড়ে যায়

ফিরে আসার পরও থেকে যায়
বাঁপাশের গোপনীয়তা
ছুঁয়ে থাকে শ্বাসঘর  যেখানে লাল নীল
প্রজাপতির আলপনা আঁকা হয় রোজ

থামতে চাইলেও থামা যায় না বলে
আরো ডান পাশে জড়ানো ব্যক্তিগত শ্বাস
স্পর্শগুলি ঘুরে ফিরে
আকর্ষী ফুল হয়ে যায়

আলোঘরে অস্থিরতা  ফেলে এসে
ধোঁয়া রঙ ঠোঁট প্রদীপের নাভিমূলে
উত্তাপে শুধু জল বাড়ে
পার ভেঙে ডুবে যায় সবুজ ভারসাম্য

শুধু নীরবতার জন্য
এই পর্যন্ত দাঁড়ি টানা থাক
একটি আনমনা সন্ধে
শেষ গন্তব্যে হাত নাড়ুক



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.