কোয়েলী ঘোষ

কোয়েলী ঘোষ
পুনর্জন্ম 

আর কোন রঙ নেই কবিতার ভিতরে
গ্রহণের কালো ছায়া নামে ধীরে ধীরে , পৃথিবীর পরে ,
এবার কিছু রঙ দাও জীবনে ,ভালবাসা পরস্পরে ।

অমল রোদ্দুর দাও আমাদের বানভাসি ঘরে
কতদিন বৃষ্টি নেমেছে বুকের ভিতরে ,এই চরাচরে ,
নিতে পারিনি শ্বাস জলের ভিতরে , নদীর ঢেউ চুরমারে ।

অম্লান স্বপ্ন দাও , স্বস্তি এক নিশ্চিন্ত ঘুমের
ছেঁড়াতার বাঁধুক সুর মেঘমল্লারে ,আবার নতুন করে ,
 অমৃত আলোর স্পর্শ মাখা আলাপে ,বিস্তারে ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.