মধুছন্দা মিত্র ঘোষ

  মধুছন্দা  মিত্র  ঘোষ
ভূমিকা  

যাবতীয় অক্ষমতা ঢেকে রাখতে
প্রণয়কৌশল রপ্ত করি __ আবহমানকাল
ইচ্ছের গায়ে আঁকি সবুজ আশ্বাস

যেভাবে স্বপ্নপুরণের গল্প শুরু হয়
অধুনালুপ্ত প্রেমিক পুরুষটি
সেভাবেই শুনিয়েছিল একদা
বহুরৈখিক বিষয়গল্প

অগত্যা,
আশ্চর্য নিষ্ফলতায়,
সময়সারণি বেয়ে বেয়ে
খেয়া পারাপার
       সম্পর্কের ওম এখন
       বিষণ্ণ ভূমিকায় ...



একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন