উৎসব তুমি
ছেঁড়া ছেঁড়া মেঘ ছুঁয়ে ছন্নছাড়া সময়-
নাগরিক পৃথিবী আজ নগ্ন,
নিশ্চুপ টিলার গা বেয়ে নামে লেলিহান লাল আগুন;
উৎসব তুমি,
ছুঁয়ে দেখো মাটির বাস্তব,
নামো শূন্য নদীর বুকে-
মরচেধরা মুখোশ খুলে!
ঢালো একরাশ জমাট বাঁধা মেঘের জল-
ভিজিয়ে ফেলো-
পুড়তে থাকা গনগনে শরৎ!!
সুচিন্তিত মতামত দিন