''চেতনা''
হঠাৎ আমার শ্রাবণ জরাগ্রস্ত,সহসা বিবেকের বন্ধ করাঘাত,
প্রতিবাদী মন, ভুলেছে প্রতিজ্ঞা, ভাঙা হৃদয়ের আত্মসমর্পণ অকস্মাৎ।
চেতনার সূর্য,আসন্ন অস্তের প্রহর গুণছে ক্লান্ত আবেগে,
নির্ঝর বারিধারা অকাতরে ঝরে চলে,বিষাদের কালো মেঘে।
অধরা স্বপ্নের অপূর্ণ পিপাসা,আজ খোঁজে অজুহাতের দোহাই,
আমি ক্লান্ত অবসাদে, জ্বলন্ত অনুভূতির চিতায় খুঁজে ফিরি ছাই।
মানুষ আমি;ফিনিক্সের বিলাসিতা, কল্পনাতীত এক সুপ্ত বাসনা,
যা নেই, যা অভাব, তাকেই সম্বল করে দৃঢ মনে নব বিপ্লবের সূচনা।
কতদিন নির্জনতার কালো আঁধারে, হাতড়ে ফিরবো বাঁচার কারণ,
চলো শেষবারের মতো সবটুকু দিয়ে উপেক্ষা করি হাজার বারণ।
জেতা হারার সমীকরণে, লড়াইটা হোক অস্তিত্বের,
প্রতিরোধের দৃঢ সংকল্প চেতনা আনুক, বিকিয়ে যাওয়া নেতৃত্বের।
হঠাৎ আমার শ্রাবণ জরাগ্রস্ত,সহসা বিবেকের বন্ধ করাঘাত,
প্রতিবাদী মন, ভুলেছে প্রতিজ্ঞা, ভাঙা হৃদয়ের আত্মসমর্পণ অকস্মাৎ।
চেতনার সূর্য,আসন্ন অস্তের প্রহর গুণছে ক্লান্ত আবেগে,
নির্ঝর বারিধারা অকাতরে ঝরে চলে,বিষাদের কালো মেঘে।
অধরা স্বপ্নের অপূর্ণ পিপাসা,আজ খোঁজে অজুহাতের দোহাই,
আমি ক্লান্ত অবসাদে, জ্বলন্ত অনুভূতির চিতায় খুঁজে ফিরি ছাই।
মানুষ আমি;ফিনিক্সের বিলাসিতা, কল্পনাতীত এক সুপ্ত বাসনা,
যা নেই, যা অভাব, তাকেই সম্বল করে দৃঢ মনে নব বিপ্লবের সূচনা।
কতদিন নির্জনতার কালো আঁধারে, হাতড়ে ফিরবো বাঁচার কারণ,
চলো শেষবারের মতো সবটুকু দিয়ে উপেক্ষা করি হাজার বারণ।
জেতা হারার সমীকরণে, লড়াইটা হোক অস্তিত্বের,
প্রতিরোধের দৃঢ সংকল্প চেতনা আনুক, বিকিয়ে যাওয়া নেতৃত্বের।
সুচিন্তিত মতামত দিন