হাঁপ টেনে টেনে,আলোকবিন্দুতে চোখ রেখে,
এই যে দীর্ঘ রাত্রির টানেল জীবন....
যাত্রাশেষেই আলোয় আলোয় মুক্তির উৎসব!
এবং অক্সিজেনে সম্পৃক্ত পূর্ণশ্বাস....
পায়ের পাতায়,এই যে সেতুর মরচে পড়া পাঁজরের
অসহিষ্ণু বার্ধক্য এবং
টুপ করে আচমকা খ'সে পড়া মৃত্যু-উৎসবে,
এ আসলে কিছু ভুল সময়, কিছু ভুল অশ্রুর ঋণ.....
.....জানে আত্মার আত্মীয়রাই !
হরোস্কোপ উপচানো স্পর্ধিত বাণীরাও অতঃপর
শুকনো মুখে অজুহাতের উৎসবে....
একমাত্র ক্যালেন্ডারের লাল ছুঁয়েই,আমরা
উৎসব কাঙাল, নিঃশর্ত, সেকুলার,ঐক্যবদ্ধ নাগরিক!
বাকী সময়টুকু তে,ধর্মের পরিচর্যা হেতু
শানিয়ে রাখি অস্ত্র “মারণ-উৎসব” উদযাপনে ....
সুচিন্তিত মতামত দিন