হোমএকক ছড়া অমরেশ বিশ্বাস রবিবার, সেপ্টেম্বর ৩০, ২০১৮ 2 min read 0 শরতে মন নদীর চরে কাশফুলেরা খুশিতে দোল দোলে সাদা মেঘের ভেলা ভাসে নীল আকাশের কোলে। উড়তে দেখি শ্বেত বলাকা শরৎ এলে পরে খোকা খুকুর মন তা দেখে আনন্দেতে ভরে। শিউলি গাছের ডাল গুলিতে পাপড়ি মেলে কুঁড়ি আকাশ ছোঁবে সেই আশাতে উড়তে দেখি ঘুড়ি। মনটা উড়ে পাখনা মেলে শরৎ এলে পরে তখন কি আর ইচ্ছে করে থাকতে কারো ঘরে। Tags: একক ছড়া ছড়া হাইকু 4.94 / 169 rates Facebook Tweet অনুলিপিLink Copied শেয়ার করুন