স্বপ্নীল
১
কখনও মাটি ছাড়তেই মুক্তিবেগে
জ্বলে উঠে আগুন
ব্রাউনিয় গতিতে অগনিত ফুলকি দিক বিদিক
বাতাসেই ঘর বেঁধে ফেলে শেষে
স্থিত হতেই ভস্মেরা বেঁচে ওঠে, অলীকের আলো পায়
স্পন্দিত হয় প্রথম হৃদস্পন্দন
প্রমাদ গুনতে গুনতেই জাতকের উৎপত্তি
সবুজ শরীর আর ইন্দ্রিয়মায়া তার
আজন্ম জন্মাচ্ছে এভাবেই -আমার স্বপ্নের মানুষেরা
২
আর কত মন্থন নরম মনের আনাচে কানাচে?
কেন ঢেউ এসে ধুয়ে যায় বাড়িঘর,আসক্তি
ঝাপসা আঙিনায় প্রথম হিমের স্বাদ ছেড়েছি ফি-বছর
শেষে স্বপ্নেরা মারা যায় বলে
এখন একলায় দীপ জ্বেলে পাহারায় শ্রাবণ
হয়তো এবার স্বপ্নেরা মরবেনা উৎসবে
১
কখনও মাটি ছাড়তেই মুক্তিবেগে
জ্বলে উঠে আগুন
ব্রাউনিয় গতিতে অগনিত ফুলকি দিক বিদিক
বাতাসেই ঘর বেঁধে ফেলে শেষে
স্থিত হতেই ভস্মেরা বেঁচে ওঠে, অলীকের আলো পায়
স্পন্দিত হয় প্রথম হৃদস্পন্দন
প্রমাদ গুনতে গুনতেই জাতকের উৎপত্তি
সবুজ শরীর আর ইন্দ্রিয়মায়া তার
আজন্ম জন্মাচ্ছে এভাবেই -আমার স্বপ্নের মানুষেরা
২
আর কত মন্থন নরম মনের আনাচে কানাচে?
কেন ঢেউ এসে ধুয়ে যায় বাড়িঘর,আসক্তি
ঝাপসা আঙিনায় প্রথম হিমের স্বাদ ছেড়েছি ফি-বছর
শেষে স্বপ্নেরা মারা যায় বলে
এখন একলায় দীপ জ্বেলে পাহারায় শ্রাবণ
হয়তো এবার স্বপ্নেরা মরবেনা উৎসবে
সুচিন্তিত মতামত দিন